দৌলতখান প্রতিনিধি:
আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবলীগ নেতা আবদুল হাকিম এর জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত (২৯ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর দৌলতখান পৌর ১নং ওয়ার্ডের ৫ মসজিদে এর আয়োজন করা হয়। ঐসময় দৌলতখানের বিভিন্ন আলেম ওলামায় গণ দোয়া পড়ান ।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী
ও যুবলীগ নেতা মোঃ আবদুল হাকিম
তিনি বলেন, আমি আমার সাধ্যমতো এলাকার উন্নয়নে কাজ করতে করার জন্য যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ । এছাড়া সবসময় মানুষের পাশে থেকেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি। আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আমার প্রত্যাশা। যদি আমি কাউন্সিলর হই তাহলে দৌলতখান পৌর বাসীর আস্থা ভাজন ও ভালোবাসার মানুষ প্রিয় নেতা আলী আজম মুকুল ভাইয়ের সহযোগিতা নিয়ে বেশি বেশি করে মানুষের সেবা করে যেতে পারবো এবং এলাকার উন্নয়ন করতে পারব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয় সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসী
আবদুল হাই ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রতন ও সাধারণ সম্পাদক মিলন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হাওলাদার ও সাধারণ সম্পাদক জিয়া বকশি, পৌর আওয়ামীলীগ নেতা মান্নান হাজারী ও ওজিউল্লা বুকারী প্রমুখ
উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি দৌলতখান পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মোঃ আবদুল হাকিম ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।