
এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার দৌলতখানে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/ ২০২৩ খ্রি. মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় আউশ (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় দৌলতখানে মোট ৪ হাজার ৫ শত প্রান্তিক কৃষকদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হবে। এ প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ রয়েছে।
রবিবার (২৬মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদফতরের হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ওই বিনামূল্যের সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। এসময় প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ।