এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদক:
ভোলার দৌলতখান উপজেলার মোট ৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর (৯মে) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা।” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পিইডিপি- এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মনজুর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নাই। তাই কোমলমতি শিশুদের যত্নসহকারে শিখাতে হবে। এই অগ্রযাত্রায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা শিক্ষা কমিটির সদস্য গোলাম নবী নবু, হামিদুর রহমান টিপু ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাবলুসহ প্রমূখ।