এম এ আশরাফ, বিশেষ প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন হাওলাদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (২৪ মে) দলীয় প্যাডে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
ওই চিঠিতে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদারকে উদ্দেশ্য করে আরো উল্লেখ করা হয়, আগামী ২৫ মে ২০২৩ অনুষ্ঠিতব্য ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের প্রহসনের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে গত ২২ মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে অতিক্রান্ত হলেও আপনি কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি যা গুরুতর অসদাচরণ। নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাকে আজীবনের জন্য বহিস্কার করা হলো। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন হাওলাদার জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপি থেকে নির্বাচন করছেন না। তাকে দল কিভাবে বহিষ্কার করবে এমন প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরো জানান, জনগন চাওয়াতে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি কোনো দলের প্রার্থী না, তিনি জনগনের প্রার্থী। এখন দল কি করলো সেটা দলের ব্যাপার। তিনি এ দল নাও করতে পারেন। তার স্বাধীনতার ওপর আল্লাহ ছাড়া কারো নেই। তিনি এ নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা করেন।
দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বহিষ্কার আদেশের একটি চিঠি হোয়াটসঅ্যাপে পেয়েছেন। তবে এখনো হার্ড কপি তাদের কাছে এসে পৌছায়নি। সেটিও চলে আসবে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী দৌলতখানের চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল ইসলাম তালুকদার মারা যায়। তার মৃত্যুতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামীকাল ২৫ মে এ ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. আব্দুল হাই, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মো. আবু সাঈদ, আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন হাওলাদার, চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. লোকমান হোসেন ও মোটরসাইকলে প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন।