সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর নিজস্ব হল রুমে ” ধর্মীয় জ্ঞান দ্বারা সমাজে সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধের তাৎপর্য উপলব্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব ফরিদ উদ্দিন আহমেদ, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, সিলেট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রহমত উল্লাহ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশ কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সম্মানিত অতিথি মোঃ মিল্লাত হোসেন যুগ্ম মেট্রোপলিটন সিলেট, শফিকুল ইসলাম অতিরিক্ত কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম উপ-মহাপরিদর্শক সিলেট রেঞ্জ,মুহাম্মদ ফেরদৌস, প্রধান নির্বাহী কর্মকর্তা কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জনাব ফখরুল ইসলাম, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন সিলেট, জনাব আনোয়ারুল কাদির,উপ-পরিচালক,ইসলামিক ফাউন্ডেশন সিলেট, জনাব মোশাররফ হোসেন, কৃষিবিদ -ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট, জনাব মুবিনুল হক প্রমূখ।