সেলিম হোসেন ধামরাই ঢাকা প্রতিনিধিঃ-
আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও আমেনা জামান মাদ্রাসার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে আলােচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও আমেনা জামান বালিকা মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযােদ্ধা আহম্মদ আল জামান, সি.আই.পি
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঢাকা-২০, ধামরাই থানা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব এম এ মালেক। বিশেষ অতিথি ছিল ঢাকা জেলা আওয়ামী লীগ সদস্য ও ধামরাই থানা যুব লীগ সাধারণ সম্পাদক মােঃ খাইরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো আব্দুল গনি,ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো আমিনুর রহমান,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,বীর মুক্তিযােদ্ধা ইঞ্জিঃ মােঃ নাজিমুদ্দিন বীর মুক্তিযােদ্ধা আমজাদ হােসেন,কুশুরা আব্বাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুর রহমান,যুব লীগ নেতা আলমগীর কবির ।
অনুষ্ঠানে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও আমেনা জামান বালিকা মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ মাদ্রাসার কচিকাচা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গজল ,নাত হাদিসসহ পড়েন। পরিশেষে জন্মদিনের কেক কেটে ও তবারক বিতরন মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন পালন করা হয়।