সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর জেলার নতুন এসপি হিসেবে এস এম শফিউল্লাহ তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।তিনি বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কালিয়াকৈর থানা ও উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) গাজীপুরের কার্যালয় পরিদর্শন করেন।এদিক সকালে পুলিশ সুপার কালিয়াকৈর থানায় পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।তারপর তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন।তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ২৩তম পুলিশ সুপার হিসেবে গাজীপুর জেলায় যোগদান করেন।গত ৯ মার্চ তাকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপাত্তা ভিভাগ।এস এম শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপি এম পদকে ভুষিত করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্য মো: মনোয়ার হোসেন চৌধুরী সহ গাজীপুর জেলার অন্যান্য কর্মকর্তারা।