মেজবা রহমান;গোপালগঞ্জ প্রতিনিধি :
মুজিববর্ষে গোপালগঞ্জে’র সকল মানুষ ভাল থাকুক,এটাই এখন মূলকথা হয়ে দাঁড়িয়েছে এবং এই ভাল থাকা’র পথকে অগ্রগামী করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাড়ে ৫’শ অসহায় ও দু:স্থ শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার(১ জানুয়ারি ২০২১) বেলা ১১টায় নিজ বাড়ীতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খানের নির্দেশনায় সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগর সভাপতি খালিদ হোসেন লেবু এসব কম্বল বিতরণ করেন।
এ কম্বল বিতরণে কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কাশিয়ানী পূজা উদযাপন কমিটির সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন। এসময় কাস্ক বিতরণ করা হয়।
সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগর সভাপতি খালিদ হোসেন লেবু বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। কাশিয়ানী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব কম্বল বিতরণ করা হয়। আগামীতেও এই কাজের ধারা বজায় রাখা হবে এমনটাই আশাবাদী তিনি।