বিপ্লব নিয়োগী তন্ময়ঃনবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একদিনে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায়,
উপজেলার পশ্চিমাঞ্চলের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় শিশু ইয়ামিন (৮) নিহত হয়।
শনিবার সকালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামে দানু মোল্লার বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে নবীনগর-রসুলপুর সড়কে অটোরিক্সা চাপায় পরশ নামে চার বছরের আরেক শিশুর মর্মান্তিক মুত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে একই উপজেলার কাইতলা ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই উত্তর এলাকায় রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত ট্রাক্টর চাপায় আতিফ নামের ছয় বছরের আরো এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। আতিফ (৬) ঐ এলাকার শাহআলম মিয়ার পুত্র ও জজ মিয়া মেম্বারের নাতি।
একই দিনে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটলেও রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।