বিপ্লব নিয়োগী তন্ময়ঃনবীনগর,ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর সূফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা প্রাঙ্গণে এই আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।
দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ এর সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আহমেদ, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, ইব্রাহিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউসার আলম প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ করেন। শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রীর মধ্যে ছিলো খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, বডি সোপ, লন্ড্রি সোপ, তেল, টুথ পেস্ট, টুথ ব্রাশ, লিপজেল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন———-
তিনি আরো বলেন দায়েমী ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।