বিপ্লব নিয়োগী তন্ময়ঃ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়ীয়া’র নবীনগরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
বেকারী গুলোতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও ভেজাল উপাদান মিশ্রণ, কাপড়ের রঙ ব্যাবহার, পোড়া তেল, মোবিল, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, বিএসটিআই এর লাইসেন্স না থাকার অপরাধে ভোলাচং এ ২ টি বেকারীকে ৮০ (আশি) হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নবীনগরের বড় বাজারে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদবিহীন পণ্য বিক্রয়, পথচারীর চলাচলের রাস্তা দখল, বিএসটিআই এর অনুমোদনবিহীন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রয় সহ অন্যান্য অপরাধের জন্য ৪ টি মামলায় ৫০ (পঞ্চাশ) হাজারসহ মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়।
একই সময় এসিল্যাণ্ডের অভিযানে বেকারী ও দোকানে ২ টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি যানজট নিরসনে কিছু অবৈধ কাগজপত্রবিহীন অটো, সিএনজি জব্দ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃইকবাল হাসান।