মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশীর মোড়ে গতকাল শুক্রবার (৪/১২) সকালে নূরনগর এলাকার মানুষের দীর্ঘদিনের প্রানের দাবী বহুল আলোচিত নবীনগর- শিবপুর টু রাধিকা রাস্তা প্যাকেজ-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকার স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল। এতে ব্যয় হবে প্রায় ৯৮ কোটি টাকা ।
পরে ধনাশী বাজারে উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে এমপি এবাদুল করিম বুলবুল বলেন, আগামী এক মাসের মধ্যে জমি অধিগ্রহনের মাধ্যমে আমরা এই রাস্তার মূল কাজ আরম্ভ করতে পারব বলে বিশ্বাস করি।আপনারা আমাকে সহযোগিতা করবেন।”
ইউনিয়ন যুবলীগের সভাপতি শিক্ষক তরিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড: সুজিত দেব, যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দীন চৌধুরী শাহান, উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি আমিনুর রশিদ সহ সাইফুর রহমান সোহেল, আরিফুল ইসলাম টিপু, নাছির উদ্দীন, প্রণয় কুমার ভদ্র, অলিউর রহমান ভূইয়া, চেয়ারম্যান এনামুল হক, উপজেলা আওয়ামীলীগ শ্রমবিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ। প্রমুখ
ডাঃ আবু জাফর জামাল ।