• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

নবী (সা:) কে নিয়ে অবমাননা কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল আদালতে অভিযুক্ত আমিরুলের বিরুদ্ধে হক্কানী দরবারের মামলা

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৯৮ জন পড়েছে
প্রকাশিত সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ নিজস্ব প্রতিনিধিঃ-

মোহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে অভিযুক্ত আমিরুলের বিরুদ্ধে হক্কানী দরবার মামলা করেছে। বুধবার সকালে কুষ্টিয়া (মিরপুর) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত আদালতে হক্কানী দরবারের পরিচালক খালিদ হোসাইন সিপাহী বাদী হয়ে এ মামলা করেন। বিচারক শুনানী শেষে মামলাটি গ্রহণ করে কুষ্টিয়ার মিরপুর থানাকে প্রয়োজনীয় ব্যবসস্থা গ্রহণের নির্দেশ দেন।

জানা যায়, কুষ্টিয়ার মিরপুর দারুস সালাম অনলাইন মডেল স্কুলের পরিচালক আমিরুল তিনি বিভিন্নভাবে কোরআন-হাদিস পরিপন্থী কর্মকান্ড চালায়। তার পরিচালিত অনলাইন স্কুল থেকে এলাকার ধর্মপ্রাণ সহজ সরল মানুষদের ডেকে এনে ইসলাম ও ইমান বিরোধী প্রচারণা চালায়। তার ব্যবহৃত ফেসবুক আইডি “সত্য কখনো গোপন থাকেনা”। এই আইডি থেকে আমিরুল ভিডিও লাইভ প্রচার করেন। সেখানে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এই কালেমাকে তিনি সঠিক নয়। এই কালিমা শিরকযুক্ত বলে প্রচার করে। সেখানে দুটি পর্বে এই লাইভ প্রচার করেন।
শুধু তাই নয় তিনি নবী রাসুলের পার্থক্য করে অন্যান্য নবীকেও রাসুল হিসাবে মেনে তাদের ধর্ম পালন করার ঘোষনা। সেমতে তিনি ঈসায়ী ধর্ম পালনের প্রতি প্রচারণা চালায়। এক কথায় তিনি ইহুদী ধর্মের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন। হাদিসকে মানুষের তৈরি করা মতবাদ তাই এটি মানা যাবেনা। যে সমস্ত মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, সেসব মাদ্রাসা বন্ধ করে শুধুমাত্র কোরআন পড়ানোর জন্য মাদ্রাসা চালুর দাবীও করেন। বুখারীসহ সকল হাদিসগ্রন্থ পা নিয়ে দলালেও কোন পাপ হবেনা। এমন প্রচারণাও চালান তিনি।
এসব ধর্ম বিরোধীও উস্কানীমূলক বক্তব্যে তৌহিদী জনতার মাঝে বিরুপ প্রভাব ফেলে।
এরই প্রতিবাদে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ওই আমিরুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল আদালতে মামলা করেছেন এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান হক্কানী দরবার। হক্কানী দরবারের পরিচালক মাওলানা খালিদ হোসাইন সিপাহী এ মামলা দায়ের করেছেন। সাথে সহযোগী হিসেবে ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ ও মুফাচ্ছির পরিষদের নেতা মাওলানা আবু নাইম উপস্থিত ছিলেন।
মামলাটি আইনী সহায়তা করছেন এ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রামাণিক।
এবং মামলাটি গ্রহণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন ( আমলি আদালত মিরপুর কুষ্টিয়া)

মামলার বাদী হক্কানী দরবারের পরিচালক মাওলানা খালিদ হোসাইন সিপাহী বলেন, আমিরুল নামের কুলাঙ্গার বিশ্ব নবীকে অবমাননা করে যে বক্তব্য বিবৃতি দিয়েছে তা কেউ মেনে নিতে পারেনা। মোহাম্মদ (সা:)কে কটাক্ষ করে তিনি ইসলাম ও গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। ধর্মীয় উস্কানী ছড়িয়ে দিয়ে মুসলমানদের মধ্যে সামপ্রদায়িক ফ্যাতনার সৃষ্টি করেছে। আমি অবিলম্বে আদালতের মাধ্যমে ওই কুলাঙ্গার আমিরুলের ফাঁসির দাবী করছি।

এদিকে নবী অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে সর্বশ্যেনীর উলামায়েকেরামদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছে। তারাও তার বিচারের দাবী করছে।
উল্লেখ্য যে, গত শুক্রবার (২০ নভেম্বর)কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকা থেকে আমিরুলকে আটক করে মিরপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌