মোঃ মেহেদী হাসান পঞ্চগড় প্রতিনিধি।
নয়নী বুরুজ দিঘলগ্রাম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারাদিন ব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
২১-২২ ফেব্রুয়ারি রবিবার ও সোমবার নয়নী বুরুজ রেলওয়ে স্টেশন মাঠে সারাদিন ব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার সকালে শহীদ মিনারে নয়নী বুরুজ দিঘলগ্রাম যুব স্পোর্টিং ক্লাবের সদস্য গণ শ্রদ্ধা নিবেদন করেন।
২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা সময় সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।
এতে, ক্লাবের সদস্যগণ সহ এলাকার ও অতিথি শিল্পীরা দেশের গান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গানগায় এবং নৃত্য পরিবেশন করেন।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ প্রধান (বাবুল) চেয়ারম্যান,৯ নং মাগুরা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগ।
উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বৃন্দ সহ ৯নং মাগুরা ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এতে, সভাপতিত্ব করেন জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা জজ কোর্ট, পঞ্চগড়।
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি হাজার হাজার মানুষের আগমনে সুন্দর ভাবে পরিচালনা করেন নয়নী বুরুজ দিঘলগ্রাম যুব স্পোর্টিং ক্লাবের উপদেষ্টামন্ডলী।