নরসিংদী জেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে নরসিংদীতে বৃক্ষরোপন কর্মসূচি করেছেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ও নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন।
মঙ্গবার (৩ আগস্ট) বিকেল ৫ টার দিকের নরসিংদী পৌর শহরের বাগদী এলাকায় ঔষধি ও ফলজ গাছের চারা লাগিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সুমন মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, নরসিংদী শহর কৃষকলীগের সাবেক যুগ্ন আহবায়ক তৌহিদ ফকির সোহাগ, প্রচার সম্পাদক রিফাত ইসলাম ও নরসিংদী শহর ছাত্রলীগের তথ্য ও প্রকাশনা সম্পাদক বিল্লাল হোসেন রনি, বাবু, জাহিদ, রুবেলসহ অন্যান্য নেতাকর্মী, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সুমন মোল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ও জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নরসিংদীবাসীকে বাবু নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবুর সালাম দেন এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেদের নিরাপদে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। পাশাপাশি নির্মল বায়ু ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রত্যেককে নূনতম তিনটি গাছ লাগানোর জন্য অনুরোধ করেন।