সোহাগ মিয়া নরসিংদী জেলাপ্রতিনিধি
নরসিংদী মানবসেবা সংগঠনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ইদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১২ই মে ২০২১ ইং) তারিখে বিকাল ৪টার দিকে নরসিংদী মানবসেবা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হত দারিদ্র ও অসহায় মানুষের মাঝে শাঁড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। ইদের নতুন পোশাক পেয়ে মুখে হাসি ফুঁটেছে হতদরিদ্র মানুষের মুখে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন বলেন, এ বছর করোনা মহামারির কারণে কর্মহীন অসহায় মানুষেরা ইদের নতুন পোশাক কিনতে পারেনি। যারা এ বছর ইদের নতুন পোশাক কিনতে পারেননি। এমন অসহায় হতদরিদ্র কিছু মানুষের মুখে হাসি ফুঁটানোর ক্ষুদ্র চেষ্টা করেছি আমরা । অসহায় মানুষদের মাঝে এ ইদ উপহার বিতরণের এই ধারাবাহিকতা চালিয়ে যাব ইনআল্লাহ।
উল্লেখ্য যে, এ সংগঠনটি প্রতি বছরই ইদ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী দিয়ে আসছে। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ, আর্ত মানবতার সেবায় রক্তদান সহ বিভিন্ন মানবিক কাজ করে প্রশংসা কুঁড়িয়েছে সংগঠনটি। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যন্যা নেতাকর্মীরা।