স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহান ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও আনন্দ। নাগরপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদত, ত্যাগ, কুরবানী কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কুরবানীর মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি। অপ্রয়োজনে কেউ বাইরে ঘোড়াফেরা না করে যতটা সম্ভব ঘরে থাকুন। বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, ঈদ মোবারক।