বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলার ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২১মে) পৌর সদরের উত্তর চন্ডিপাশা বাজার সংলগ্ন স্থানে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এপি ওয়ার্ল্ড ভিশন নান্দাইল শাখার ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে ও সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি এস গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি এপি’র সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, পৌর কাউন্সিলর ইসহাক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, সাংবাদিক শাহজাহান ফকির, উক্ত প্রকল্পের সাধারন সম্পাদক এইচ.এম মিজান, বিএডিসি’র সদস্য বাছেদ মিয়া প্রমুখ। এসময় সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী পরিবার ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তাঁর বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের সকল কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, ওয়ার্ল্ড ভিশন সবসময় অন্যান্য এনজিও-সংস্থা থেকে ব্যতিক্রমী। তারা স্বচ্ছতার সহিত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।