মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায়, জাহাঙ্গীরপুর ইউনিয়নে, রায়পাশা গ্রামে ০২ নং ওয়াডে’ বট্রপুর বাজারে রাত ৯.৩০ ঘটিকার সময় ০৬- ০৭-২০২১ ইং তারিখে ডিবি মোঃ রাজু মিয়াকে ভূয়া পরিচয়ে আটক করেছে আমজনতা।
ভূয়া ভিডি বাজারে প্রবেশ করে অনেক দোকানদারকে বিভিন্ন হুমকি দমকি দেয় তারা। গোপন সূত্রে বাজার কমিটি জানতে পারে যে ওরা দুইজন ভূয়া ডিবি। তখন তাৎক্ষনাৎ ১ জন ভূয়া ডিবি পালিয়ে যায় এবং আরেক জন মোঃ রাজু মিয়াকে আমজনতা আটক করে।
পরে বাজার কমিটি নান্দাইল মডেল থানায় ভূয়া ডিবিকে হস্তান্তর করে।
জানা যায়, ভূয়া ডিবি মোঃ রাজু মিয়ার বাড়ি আচাঁরগাও ইউনিয়নে খুরের পাড় / ট্রলার পাড়ে অবস্থিত।
উল্লেখ্য, নান্দাইল থানার কতৃপক্ষের কাছে বাজার কমিটি ও এলাকাবাসী অভিযোগ করেন, এই রকম ভূয়া ডিবি সাধারণ মানুষকে হুমকি দমকি ও হয়রানি যেন না করে সে বিষয়ে সুষ্ঠু বিচার দাবি জানান।