মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায়
৩নং ইউনিয়নের ৫নং ওয়া’ডের সাভার পূর্ব পাড়ার জনসাধারণের দূর্দশার শেষ নেই। এলাকার জনপ্রতিনিধির সাথে কথা বলে বার বার এই সমস্যা বিষয়ে অবহিত করা হয়েছে। কিন্তু তারা কোন স্থায়ী সমাধান দিচ্ছে না।
কাজল চেয়ারম্যানের বাড়ি হইতে সব আলী মেম্বার এর বাড়ি পর্যন্ত রাস্তাটা বেহাল অবস্থা। অত্র এলাকার জনগনের দূর্ভোগ চরম পযার্য়ে । এই বর্ষা কালে গাড়ি তো দূরের কথা আসা যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে, পায়ে হেঁটেও যাওয়ার চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকার কেউ অসুস্থ হলে বা কোন মহিলার ডেলিভারি জনিত সমস্যা হলে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না । এলাকায় একটা ব্যান অটোরিকশা কিছুই চলাচল করতে পারে না।
তাই মাননীয় এম পি মহোদয় যদি সদয় হন তাহলে অত্র এলাকার মানুষ বিশেষ উপকারিত পাবে।
অতি দূততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার ও পাকা করনের জন্য জোর দাবী জানান সাভার পূর্ব পাড়ার এলকবাসী।
উল্লেখ্য,
নান্দাইলের গণমানুষের নেতা , উন্নয়নের রুপকার, মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব,মোঃ আনোয়ারুল আবেদিন খান তুহিন মহোদয়ের কাছে সমাজের বিশিষ্ট ব্যক্তিবগ’ দাবি জানান, সাভার পূব’ পাড়ার রাস্তার তৈরীর বিষয়ে সু- দৃষ্টি কামনা করেন।