মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মে) ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুদুর রহমান বাবুল(৫০)। বিষয়েটি নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান বাবুল উপজেলার পাছমুসুল্লি গ্রামের আঃ মালেক মাষ্টারের পুত্র। তিনি মুসুল্লি ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত তিনটার দিকে কিশোরগঞ্জ গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারঘাট বাজার ব্রিজের উত্তর পাশে উল্টে পড়েছিলো। সোমবার (৩১ মে) ভোরে বাবুল মোটর বাইক দিয়ে উল্টে পড়ে থাকা ট্রাকের পাশ দিয়ে গমন করার সময় তিনিও বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।