এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, দীর্ঘদিন পর ভোলা সদর মডেল থানায় এসে আমি মুগ্ধ হয়েছি। এখানে এসেও দেখেছি অনেক উন্নয়ন কাজ হয়েছে। এ থানায় আমার অনেক স্মৃতি রয়েছি বলে স্মৃতি চারন করেন। সোমবার বিকেলে ভোলা সদর মডেল থানা আধুনিকায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
তিনি আরও বলেন, শুধুমাত্র নামে মডেল নয়, কাজকর্মেও যেন মডেল হয় সেইদিকেও খেয়াল রাখতে হবে। গরীবের দিকে খেয়াল রাখতে হবে। তাদের পাশে আমাদের সকলকে দাড়াতে হবে। তারা যেন কোন মিথ্যা মামলায় হয়রানি না হয়।
এসময় তিনি বলেন,একটা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ভালো থাকলে সৎ থাকলে সেই জেলার কোন সমস্যা নেই। তারা খুব নিষ্টার সাথে কাজ করে যাচ্ছে ভোলা জেলাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলী হায়দার, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারান সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে,সাধারন সম্পাদক অসীম কুমার সাহা সহ কমিউনিটি পুলিশের বিভিন্ন সদস্য সহ ভোলা থানায় কর্মরত বিভিন্ন সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভোলা সদর মডেল থানা আধুনিকায়ন কার্যক্রম ও সেবার চিত্র তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন ভোলা সদর মডেল থানার ওসি মোঃ শাহীন ফকির। ভোলা সদর মডেল থানা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।