মাজহারুল ইসলাম বাদল স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন-এর সহযোগিতায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস মধুমতি জোনের কাবাডি খেলার শুভ উদ্বোধন হয়েছে আজ। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব শামীম ওসমান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ ও সহ-সভাপতি বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশন,
জনাব মোঃ তোফাজ্জেল হোসেন টাপু, সভাপতি ইউনাইটেড ক্লাব লিঃ, নারায়ণগঞ্জ, জনাব মোঃ আসাদুজ্জামান, চেয়ারম্যান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। সভাপতিত্ব করেন জনাব মোস্তাইন বিল্লাহ্, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ।
আজ ৫ মার্চ, ২০২১ সকাল দশটায় নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে কাবাডি খেলার এ উদ্বোধনী অনুষ্ঠানে মধুমতি জোনের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল উপস্থিত ছিলেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণসহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৮ মার্চ, ২০২১ তারিখ মধুমতি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।