মাজহারুল ইসলাম বাদলঃ- স্টাফ রিপোর্টার।
নারায়নগঞ্জ, ফতুল্লা থেকে ২৫কেজি গাঁজা সহ গ্রেফতার ইসমাইল (৩৭) মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার ২০ এপ্রিল, ভোর রাতে কুতুবপরের ধোলতপুরে হালিম সাহেবের বাড়িতে অভিযান চালানো হয়, এই সময় ২৫কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় ইসমাইল( ৩৭) নামক একজনকে। এই অভিযানটি চালানো করেন ফতুল্লা মডেল থানার এস আই শামীম ও তার সঙ্গীয় ফোর্স।
এর আগেই ফতুল্লা মডেল থানা থেকে ওসি রকিবু জামানের জিরো টলারেন্স ঘোষনা করা হয়, এর পরপর ই এই মাদক ব্যবসায়ীকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ বিষয়ে রকিবু জামান জানান,আসামির নামে থানা থেকে মামলা করে হয়েছে, আসামীকে আদালতে প্রেরণ করা হবে।