মাজহারুল ইসলাম বাদলঃ- স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লায় একটি তিন তলা ভবন বিশিষ্ট বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে নবজাতক শিশু সহ অন্তত ১১ জন আহত হয়েছে।
২৩শে এপ্রিল ( শুক্রবার ) ভোর ৬ টায় পশ্চিমতল্লা
জামাইবাজার এলাকার মফিজ মিয়ার ৩ তলা ভবনের ভাড়াটিয়া ঘরে তিতাস গ্যাস সিলিন্ডার বোতল লিকেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আহতদের মধ্যে ছয়জন ভিক্টোরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- হাবিবুর রহমান (৫০), লিমন (২০), সাথী (২০), মীম (২০), মাহিরা (৩ মাস), আলেয়া (৫০), সোনাহার (৪০), শান্তি (৩২), সামিউল (২০) ও মনোয়ারা (২২)।
তাদের মধ্যে লিমন, সাথী, মীম, মাহিরা ও আলেয়াকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা বা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা ছিল, যা আগুনের সংস্পর্শে পেয়ে বিস্ফোরিত হয়েছে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।