ফেনী জেলা প্রতিনিধি: জাহিদ হাসান চৌধুরী
নিখোঁজের তিন দিন পর সোনাগাজীর মুহুরী নদী থেকে শুক্রবার বিকালে নূর মোহাম্মদ (৮৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
সে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার পশ্চিম ঘোবনীয়া গ্রামের উজির আলী বৈদ্য বাড়ির মৃত আনু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃদ্ধ নুর মোহাম্মদ মীরসরাই উপজেলার পশ্চিম বাঁশখালী গ্রামের মামুন হাজীর মালিকীনা জারা এগ্রো মৎস্য খামারে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। গত ৩ আগস্ট(মঙ্গলবার) রাতে তিনি খামার থেকে নিখোঁজ হন। শুক্রবার দুপুর আড়াইটা দিকে স্থানীয়রা মুহুরী নদীর নির্মাণাধীন মুহুরী ব্রিজের পাশে কুচুরিপানার নীচে ভাসমান অর্ধ গলিত লাশটি দেখতে পায়। এ খবর পুলিশে পেয়ে বিকাল সাড়ে পাঁচটার সময় লাশ উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী (২৫০) জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।