সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে স্বামী-ছেলেদের বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।এমনকি পাগল পরিচয় দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল লোহার শিকলেও।এসব ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে রবিবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই বৃদ্ধা হলেন কালিয়াকৈর উপজেলার কাথাচুরা এলাকার মৃত রাইজ উদ্দিন মুন্সির মেয়ে সুকিতন (৭০)।
এলাকাবাসী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে,গত ৫০ বছর আগে কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার মৃত ছুলু মিয়া ওরফে ছলু মিস্ত্রির ছেলে হাবিবুর রহমান ওরফে হবু মিস্ত্রীর সঙ্গে সুকিতনের পারিবারিক ভাবে বিয়ে হয়।দীর্ঘ বছর সংসার জীবনে তিনি সুরুজ মিয়া,সুলতান মিয়া,সুজন মিয়া ও তাহমিনা আক্তার নামে চার ছেলে-মেয়ের জননী হন কিন্তু ছেলে-মেয়ে বড় হলে তাদের বিয়ে দিলে তারা পৃথক ভাবে সংসার শুরু করে।এরপর থেকে তার জীবনে নেমে আসে অন্ধকার।বিভিন্ন সময় ছেলেদের কু-পরামর্শে তার স্বামী হবু মিস্ত্রী বিভিন্ন সময় নির্যাতন করে আসছেন।এক পর্যায় তার ওয়ারিসের সম্পত্তির টাকা নিয়ে ভাগাভাগি করে নেওয়ার পর আবারও নির্যাতন শুরু করে তারা।গত দুই বছর আগে পিটিয়ে তার পা ভেঙ্গে দিলে বাবার বাড়ির লোকজন তার চিকিৎসা করান।তিনি চলাফেরা করতে অক্ষম হয়ে পড়ায় তার ভরণ-পোষণ ও খোঁজ-খবরও রাখেনা স্বামী ও সন্তানেরা।
এমনকি তাদের কাছে কিছু চাইলে তারা ওই বৃদ্ধাকে পাগল পরিচয় দিয়ে গাছের সঙ্গে লোহার শিকলেও বেঁধে রাখে।সর্বশেষ গত ছয় রোজার দিন তারা ওই বৃদ্ধাকে মারধর করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ওই দিনই তিনি তার ভাই শামসুল আলম ও আব্দুর রহমানের বাড়িতে চলে যান। কিন্তু তার কোনো খোজঁ-খবর না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে আসছেন।এ ঘটনায় ওই বৃদ্ধা সুকিতন বাদী হয়ে রবিবার দুপুরে স্বামী হাবিবুর রহমান ওরফে হবু মিস্ত্রী, তিন ছেলে সুরুজ মিয়া,সুলতান মিয়া ও সুজন মিয়ার নামে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই বৃদ্ধা সুকিতন বলেন,তারা আমার ভরণ-পোষণ করে না। কিছু চাইলে আমারে মারধার করে ও আমাকে পাগল পরিচয় দিয়ে গাছের সাথে লোহার শিকলে বেঁধে রাখে।ষড়যন্ত্র করে কোনো ক্ষতি করতে পারে,তাই থানায় অভিযোগ করেছি।
তবে বৃদ্ধার ছোট ভাই
শামসুল আলম জানান,”আমার বোনের স্বামী ও তার ছেলেরা বিভিন্ন সময় আমার বোনকে নির্যাতন করে আসছেন।আমার বোনের স্বামী খারাপ প্রকৃতির লোক।তিনি আরেকটি বিয়ে করেছিলেন,তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছেন।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান,”এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে থানা একটি অভিযোগ দায়ের করেছেন।তদন্ত করে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।”