নাজমুল হক নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির মালঞ্চি গ্রামের আব্দুল ছাত্তার মন্ডলের ছেলে আব্দুল আলিম মন্ডলের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার(২৮ ডিসেম্বর)প্রথম প্রহরে রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সহায়তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আব্দুল আলিম মন্ডল জানান , বাড়ির পাশে ১৭ বিঘা জমির তাঁর তিনটি খড়ের পালা ছিল।রাতের ওই সময় এর দুটি পালায় তাঁরা আগুন দেখতে পান।আগুনে তাঁর তিনটি খড়ের পালা পুড়ে গেছে।এতে তাঁর ৬৫ হাজার টাকা পরিমাণ ক্ষতি হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির জানান,এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হবে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীও ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুল হক
নওগাঁ জেলা
০১৫৭৫০৩৬২৯৪