ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হাজী বাঁধন পাটওয়ারী। আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করেছেন।শুক্রবার ২৭ নভেম্বর বাগাদী দারাবার শরীফে জুমার নামাজ শেষে দোয়াও মাজার জিয়ারাত করেন সম্ভব্য মেয়র প্রার্থী হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী বাগাদী দরবার শরীফে জুমার নামাজ শেষে দোয়াও মাজার জিয়ারাত করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন মাও মোহাম্মদ সালামত উল্যা শাহীন, বাগাদী দরবার শরীফে পবিত্র জুম্মার নামাজ আদায় করে দোয়া, মিলাদ, জিয়ারতের ম্যাধমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের এবং স্বাধীনতার সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেক হায়াত প্রার্থনা এবং আগামী ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে যোগ্য প্রার্থী হাজী বাঁধন পাটওয়ারী কে নৌকা প্রতীকে মনোনীত করে জননেত্রী শেখ হাসিনার সকল সেবা উন্নয়ন পৌরবাসীর খেদমতে খাদেম হিসেবে কুবল এর জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করা হয়।মাজার জিয়ারত শেষে তিনি কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন। দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাঁর সঙ্গে ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় যান। এসব স্থানে সকল শ্রেণির মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।এসময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা জহির, ,,আবদুল করিম খাঁন, ফয়সাল গাজী ,বাবু পাটওয়ারী, বাবলু পৌর যুবলীগ নেতা আবদুল, ইমরান হোসাইন, রাসেদ বেরারী,রিয়াদ, মেহদী, মাসুদ,রিয়াদ, সাইফুল, ইব্রাহীম, মাসুদ, আবদুল, উপজেলা ছাত্রলীগ নেতা মামুমন খাঁন, ইব্রাহীম, আহমেদ রাসেল, আব্দুল আলিম ইউসুফ, জিহাদুল ইসলাম, আব্দুল আহাদ, ,সাইফুল গাজী প্রমূখ।