ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পদ্মা সেতুতে ৩২১ দিনে ৭শ কোটি টাকার টোল আদায় হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ টোল আদায় করে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু দিয়ে গত বছরের ২৬ জুন আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরু হয়। ২৬ জুন থেকে গতকাল শুক্রবার (১২ মে) পর্যন্ত ১০ মাস ১৭ দিনে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। ৪৯ লাখ ৪ হাজার ৫০৭টি যানবাহনের বিপরীতে এ টোল আদায় হয়। এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লাখের বেশি। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। পরের দিন ২৬ জুন থেকে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরু হয় সেতুতে এবং চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সরকার। তিনি জানান, শিগগিরই সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু হবে টোল আদায়। চলন্ত অবস্থায় স্বয়ংক্রিয় ভাবে টোল আদায়ের লক্ষ্যে আগামী জুনের মধ্যেই সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় সংযোজন হচ্ছে দ্রুতগতির আধুনিক প্রযুক্তির (আরএফআইডি) টোল আদায় পদ্ধতি। পাশাপাশি চালু করা হচ্ছে হাইব্রিড ‘টাচ এন্ড গো’ পদ্ধতি।