মোঃ শাহীন সোহাগ- নিজস্ প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি
তিনি সাক্ষাৎ কালে বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি আরো বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দ্যেশটা ও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি মাহে রমজানে দেশবাসীসহ সকল জনগনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন,আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন নিজে নিরাপদ থাকুন
অপর কে নিরাপদ রাখুন।