চাঁদপুর প্রতিনিধি:
প্রে’মই মুক্তি, প্রে’মই শক্তি, প্রে’মই পরিবর্তনের গুপ্তশক্তি, প্রে’মই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরুপ। প্রে’মের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই। তবে আছে মুদ্রার উল্টা পিঠ।
নতুন খবর হচ্ছে, চাঁদপুরে গত কয়েক মাসে প’র’কীয়া এবং প্রে’মের টানে ৯৭ জন না’রী ও কি’শোরী ঘর ছেড়েছেন। এর মধ্যে শুধু মে মাসেই ৩০ জন কি’শোরী নি’খোঁ’জ হওয়ার বিষয়ে থা’নায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চাঁদপুর মডেল থা’নায় ৯৭ জন না’রী ও কি’শোরী নি’খোঁ’জের ঘটনায় জিডি হয়েছে। তাদের অধিকাংশই প্রে’মিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান। প্রিয় কন্যাদের নি’খোঁ’জের খবরে হতাশাগ্রস্ত অনেক বাবা-মা।