সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে পরিবহন চালক এবং হেল্পারদের সমন্বয়ে অদ্য-২১/০১/২০২১খ্রিঃ তারিখ সকাল-১১:০০ ঘটিকায় সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে ট্রাফিক বিভাগ কর্তৃক ”পরিবহন চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধিমূলক সভা” আয়োজন করা হয়। ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ ফাহাদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত সচেতনতা বৃদ্ধিমূলক সভায় সভাপতিত্ব করেন জনাব আবুল খয়ের , সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)। সচেতনতা বৃদ্ধিমূলক সভায় বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, চালক ও হেল্পার উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালা ৬০ জন পরিবহন চালক ও হেল্পার অংশগ্রহণ করেন যাদের মধ্যে ১৫ জন সিএনজি চালক, ১৫ জন লেগুনা চালক, ১০ জন বাস চালক, ১০ জন মাইক্রোবাস চালক এবং ১০ জন অন্যান্য যানবাহন চালক ও হেলপার উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেনঃ-
জনাব বদিউল আমিন চৌধুরী
টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগ
এসএমপি, সিলেট।
জনাব মোঃ মুহিবুর রহমান, টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট।
জনাব মাহাবুব রব্বানী
মোটরযান পরিদর্শক, বিআরটিএ, সিলেট।
জনাব ফখরুল ইসলাম রুবেল, সভাপতি, কুমারগাঁও বাস শ্রমিক ইউনিয়ন, সিলেট।
জনাব কালা মিয়া, সভাপতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন জালালাবাদ শাখা, সিলেট।
জনাব সফিক আহমেদ, সভাপতি, লেগুনা শ্রমিক ইউনিয়ন, কোর্ট পয়েন্ট শাখা, সিলেট।