মোঃ এমদাদুল হক,স্টাফ রিপোর্টার।
কিশোরগঞ্জ জেলার, হোসেনপুর উপজেলায়, পুমদি ইউনিয়নে, রামপুর বাজারের পাশে ১২-০৭-২০২১ ইং তারিখে, সকাল ৭ টা বা ৭.২০ মিনিটে হঠাৎ চিৎকার মেয়েলী কন্ঠ কান্না শব্দ শুনতে পান পুমদি ইউনিয়নের রামপুর বাজারের পাশের আমির উদ্দিন দুই কন্যা জেসমিন ও সাবিনা ।
এগিয়ে গেলেন তারা দুই জন গিয়ে দেখেন এক পাগলী মহিলার বাচ্চা প্রসব যন্ত্রনা । জরুরী দু বোনে নিজ বাড়ীতে নিয়ে সন্তান প্রসব করান।
জানাযায়, উপজেলার রামপুর বাজারে বেশ কয়েকদিন ধরে পাগলীটি ঘোরা ফিরা করতো ।
নবাগত বাচ্চাটির অবস্থা একটু খারাপ দেখে এলাকার মানুষ হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রাবেয়া পারভেজ কে মোবাইল ফোনে খবর দিলে সরেজমিনে গিয়ে তিনি নবজাতক শিশু ও মাকে নিয়ে হোসেনপুর হাসপাতালে ভর্তি করান।
সাবিনার পরিবার জানান, শিশুটির নাড়ি লেগে আছে পাগলীর নাড়িতে, সারা গাঁ রক্ত একাকার হয়ে পড়ে রয়েছে।
প্রসবের ব্যথায় চিৎকার করছেন। তখন তার মেয়ে এগিয়ে সহায়তা করেন।
হাসপাতাল সৃত্রে জানাযায়, পাগলী ও তার সন্তান দুজনই এখন সুস্থ্য আছেন।
আমাদের এ সভ্য সমাজে আজও এ শিশুর মতো হাজারো ভারসাম্যহীন পাগলীরা মা হয় কিন্তু বাবা হয়নি কেউ।