চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৭ নংপাইকপাড়া ইউনিয়নের জয়শ্রী এলাকায় গত মঙ্গলবার (০৮ নভেম্বর ) গভীর রাতে ৭নং ওয়ার্ডের মিজি বাড়ির আবুতাহের মিজির পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে
মো আবুতাহের মিজি বলেন, আমাদের পৈত্রিক ৪০ শতক সম্পত্তির পুকুরে আমরা মৎস্য চাষ করিয়া আসিতেছি। গত ৮ নভেম্বার ভোর অনুমান সাড়ে তিন টার সময় আমার ভাই, আমিন নামাজের অজু করার জন্য পুকুরে গিয়া দেখে আমাদের চাষকৃত পুকুরে বহু মাছ মরিয়া বেসে উঠেছে। পরে আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী, ইউপি সদস্য শহীদ উল মনি,সহ এলাকার গন্যমান্য লোকজনকে অবহিত করিলে তাহারা সরেজমিনে পরিদর্শনে আসে
আমাদের ধারণা গত ৭ নভেম্বার দিবাগত রাত্রে যে কোন সময় দুষ্কৃতিকারীরা আমাদের পুকুরে বিষ প্রয়োগ করায় আমাদের চাষকৃত পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় ২,০০,০০০/ টাকার মাছ মরিয়া ক্ষতি সাধিত হয়। দুষ্কৃতিকারীদের নাম ঠিকানা সংগ্রহের সর্বাত্মক চেষ্টা করি। আমরা আশঙ্কা করিতেছি যে, যে কোন সময় দুস্কৃতিকারীরা আমাদের আরো বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে।
আবুতাহের মিজি আরো বলেন পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২লাখ টাকা খরচ হয়েছে।
৭নং ওয়ার্ড ইউপি সদস্য সহিদ উল মনি বলেন, আমাকে আবু তাহের ঢাকা থেকে মোবাইলে কল দিলে সাথে সাথে আমি পুকুর পরিদর্শন করছি, বিষয়টি দুঃখজনক ।
ফরিদগঞ্জ থানার ওসি মোঃসহিদ হোসেন বলেন আমরা অভিযোগ ফেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।