স্টাফ রিপোর্টার কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভোলা থেকে অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে কোনো ঘোষণা ছাড়াই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার ভেদুরিয়া-লাহারহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী পারাপার করা হচ্ছে না।ভোলা-বরিশাল রুটের লাইন সুপারভাইজার মফিজুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মফিজুর রহমান বলেন, স্পিডবোট চলাচল বন্ধ করার ঘোষণা আমরা দেইনি। ভোলা স্পিডবোট মালিক সমিতির লোকজন এ ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে তারা আমাদের জানিয়েছেন শনিবার পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।এদিকে এ বিষয়ে লঞ্চ মালিকরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। লঞ্চ মালিক সমিতির সহ- সাধারণ হাবিবুর রহমান তরিক জানিয়েছেন, যে কোনো সময় তারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিতে পারেন।নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটে থাকা স্পিডবোট সংশ্লিষ্ট একজন জানান, শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশের জেরেই স্পিডবোট বন্ধ করা হয়েছে। উল্লেখ্য ভোলা-বরিশাল রুটে প্রতিদিন দুই শতাধিক স্পিডবোট চলাচল করে।হঠাৎ এই ধর্মঘটে ভোলা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রী চরম দুর্ভোগে পড়েন। লঞ্চ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন এলাকা থেকে লোকজনকে ঘাটের চারিদিকে দাঁড়িয়ে লঞ্চের জন্য অপেক্ষা করতে দেখা গেছে । রফিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি উত্তর দিগন্তি থেকে মেয়ের বাড়িতে যাব। এ জন্যই ভেদুরিয়া লঞ্চ ঘাটে এসেছি। এখানে এসে জানলাম লঞ্চ বন্ধ। যাত্রী কাঞ্চন বলেন, গ্রামের বাড়িতে বিয়ে তাই ৩ বন্ধু ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। বোরহানউদ্দিন থেকে টার্মিনালে এসেছি। এখন উল্টো যেতে হবে।