সজীব মোল্লা বিশেষ প্রতিনিধিঃ ধেয়ে আসা গ্রহাণু নাসা নাম দিয়েছে ২০২৩ এফজেড৩। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে নাসা সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) এর জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, আগামী দিনে পৃথিবীতে এক বিশাল গ্রহাণু আছড়ে পড়বে। না কয়েক বছরের কোনও হিসেব করা হচ্ছে না। বরং হাতে আর মাত্র একদিন। নাসা জানিয়েছে যে, পাঁচটি গ্রহাণু পৃথিবীর সংস্পর্শে আসবে এবং দু’টি সবচেয়ে কাছে আসছে, যা ধাক্কা খেতে পারে পৃথিবীর সঙ্গে। গ্রহাণু 2023 FZ3 (Asteroid 2023 FZ3): পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলির মধ্যে এটিই বৃহত্তম। এর আকার একটি বিমানের সমান। এটি ৬ এপ্রিল পৃথিবীতে এসে ধাক্কা খাবে বলে আশা করা হচ্ছে। গ্রহাণুটি ১৫০ ফুট চওড়া শিলা দিয়ে তৈরি, যা ৬৭,৬৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৃথিবীর দিকে আসছে।৪,১৯০,০০০ কিলোমিটার দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। তবে নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, ১৫০ ফুটের এই গ্রহাণুর দ্বারা পৃথিবীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ কখনওই কাম্য নয়, তাতে জীবকূলের উপর নেমে আসতে পারে ভয়ানক বিপদ! বিজ্ঞানীদের কথায়, এই গ্রহাণুর সঠিক গন্তব্য অনুমান করা কঠিন। তবে পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে চলে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।