মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি: গত ৫ নভেম্বর একটি অনলাইন নিউজ পোর্টালে নরসিংদীতে শিক্ষক, ছাত্রলীগ নেতা মিলে মাদক সেবন, শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলম।এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং মনোহরদী উপজেলা ছাত্রলীগের ক্রমাগত গঠনমূলক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে, একটি মহল আমার ছবি সুপার এডিট করে, আমাকে এবং মনোহরদী উপজেলা ছাত্রলীগকে হেয় করে বিশেষ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই অসত্য নিউজটি করিয়েছেন।দুষ্কৃতি মহল ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন সময়ে নানা অপবাদ দিয়ে ভিত্তিহীন খবর প্রচার করে আসছে। আমার বিরুদ্ধে এরকমই ষড়যন্ত্র মূলক খবর প্রচার করা হয়েছে। আমি ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পরে এবং আগে সংগঠন পরিপন্থী কোন কাজের সাথে জড়িত ছিলাম না। মনোহরদী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমার নামে এমন মিথ্যা খবর প্রচারের জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।