ওহিদুল ইসলাম, স্টাপ রিপোটার।
প্রতিক্ষণ পরিবারের উদ্যোগে প্রতিবারের মত এবারও ২৬শে রমজান রোজ রবিবার ( ৯ মে ২০২১ ইং) ১২তম বর্ষে প্রতিক্ষণ পরিবার থেকে যারা চলে গেছেন না ফেরার দেশে সেই সকল প্রয়াত ব্যাক্তি বর্গের স্মরনে দোয়া মাহফিল এবং করোনায় ভুক্তভোগী জনসাধারণের মাঝে ইফতার বিতরন করা হয়। ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার করোনায় কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরন করেছেনন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন পিবিআরবি কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল, প্রীতি যুব কল্যাণ সংস্থার – সভাপতি প্রীতি ইসলাম পারভীন , নতুনত্ব বুটিকসের স্বত্বাধিকারী হাসিনা মুক্তা পিবিআরবির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক নূরে জান্নাত অরিন সহ আরো অনেকে। ইফতার সামগ্রী বিতরণ কালে প্রতিক্ষণ এর প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল বলেন, একদিকে করোনা অন্য দিকে লকডাউন দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন। সেবা পরম ধর্ম আর তাই প্রতিক্ষণ পরিবার স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি রক্তদাতা তৈরি, বৃক্ষ রোপন, মাদক বিরোধী আন্দোলন, যুব নেতৃত্ব বিকাশ,তরুণ উদ্যোক্তা সৃষ্টি বিভিন্ন দুর্যোগ,মহামারি বা বন্যায় ক্ষতি গ্রস্থদের পাশে প্রতিক্ষণ পরিবার সবসময়ই ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই সবাই এভাবে অসহায়দের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়াতে। সবাই সবার নিজের জায়গা থেকে এভাবেই এগিয়ে আসলে লকডাউনের এই সংকটময় সময়েও সবাইকে খুশি রাখা সম্ভব। সাহায্যের হাত বাড়াতে হবে সেটা কিন্তু দেখানোর জন্য না, মন থেকে সাহায্য করতে হবে। তবে জাতিকে কর্মহীন মানুষের মাঝে এগিয়ে আসার শুধু মাত্র অনুপ্রেরণা দেয়ার জন্য ।
প্রতিক্ষণের এই ইফতার কার্যক্রমে যারা সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি প্রতিক্ষণ পরিবার চির কৃতজ্ঞ থাকবে।
এই পৃথিবীকে যে অবস্থায় পেয়েছি,
তার চেয়েও সুন্দর রেখে যেতে চাই।