ওহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।
“মুমূর্ষুদের বাচাঁতেপ্রাণ, আসুন করি রক্ত দান”
এই স্লোগানকে সামনে রেখে, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ দেশব্যাপী রক্তদানের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচলনা করে আসছে। এরই ধারাবাহিকতায়
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ বৃহত্তর ফরিদপুরের কার্যনিবার্হী কমিটির মধ্য দিয়ে যাত্রা শুরু করে জুন মাসের ২০ তারিখে ২০২১ সাল। আজ রাত ১০ : ১৫ মিনিটে ভিডিও কলের মধ্যমে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান যুব ও ক্রিড়া সংগঠক , সংগঠনের প্রান প্রিয় ব্যক্তিত্ব প্রতিক্ষণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্বপ্নদ্রষ্টা তারুণ্যের প্রতীক রক্তযোদ্ধা আল সাজিদুল ইসলাম দুলাল।
এসময় অনলাইনে উপস্থিত ছিলেন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাসুদুর রহমান।
পিবিআরবি একটি স্বেচ্ছাসেবী ও অ-রাজনৈতিক সংগঠন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ বৃহত্তর ফরিদপুর কার্যনির্বাহী কমিটির কার্যনিবার্হী পরিষদের
১। সভাপতিঃ ইমরান শাহীন, ২/সহ সভাপতিঃ মোশারফ হোসেন, ৩/সাধারন সম্পাদকঃ মোঃ রাকিব হাসান বকুল, ৪/ সহ-সাধারণ সম্পাদকঃ মোঃরবিউল ইসলাম, ৫/সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মোতালেব সুমন,
৬/সহ সাংগঠনিক সম্পাদকঃ রাশেদ তালুকদার, ৭/অর্থ সম্পাদকঃ সাজিদ তালুজদার,
৮/দপ্তর সম্পাদকঃ সাব্বির মোল্লা,
৯/মহিলা ও শিশু বিষয়ক
সম্পাদকঃআরিফা আক্তার , ১০/আইটি ও তথ্য প্রযুক্তি বিষয়য়ক সম্পাদকঃ শফিকুল ইসলাম মাছুদ, ১১/প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ওহিদুল ইসলাম, ১২/স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ
ইশিতা আফরিন কাকলি।
কার্যনির্বাহী সদস্যঃ
১)কাওসার আহমেদ, ২)মিলন শেখ, ৩) সুমি আক্তার, ৪/সাজিয়া জান্নাত সেতু, ৫/শিপন প্রামানিক, ৬/অন্তর শেখ, ৭/সাইফুল ইসলাম সাইফ, ৮/পূজা সরকার, ৯/লুৎফুন্নাহার মিতু
মোট ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনার পর নব নিযুক্ত সদস্যগন
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান আল সাজিদুল ইসলাম দুলাল ভাই কে ধন্যবাদ জানান এবং তার সহযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।