নিজস্ব প্রতিবেদক – দৈনিক আমাদের সংগ্রাম
রংপুরে এক পু’লিশ সদস্য ও তার স্ত্রী’র বি’রুদ্ধে পি’টিয়ে হ” ত্যার পর প্রতিব’ন্ধী যুবকের লা’শ ঝুলিয়ে রাখার অ’ভিযোগ উঠেছে। নি’র্যা’তনে হ” ত্যার খবরে অ’ভিযু’ক্তের বাড়িতে হা’মলা করে এলাকাবাসী। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পু’লিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে অ’ভিযু’ক্ত দম্পতিকে আ’ট’ক করা হয়।
অ’ভিযু’ক্ত পু’লিশ কনস্টেবলের নাম হাসান আলী ও তার স্ত্রী’ সাথী বেগম। হ” ত্যাকা’ণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পু’লিশের লা’ঠিচার্জে চারজন আ’হত হন। পরে অ’তিরিক্ত পু’লিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে নগরীর ২৮নং ওয়ার্ডের আশরতপুর ঈদগাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লালমনিরহাটের তিস্তা মু’স্তফী গ্রামের শারীরিক প্রতিব’ন্ধী নাজমুল ইস’লাম নগরীর আশরতপুর ঈদগাহ পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তার পায়ে সমস্যা থাকায় ব্যাটারিচালিত রিকশা ভাড়া নিয়ে চালাতেন। আর ওই রিকশাটি ছিল রংপুর পু’লিশ ট্রেনিং সেন্টারে কর্ম’রত কনস্টেবল হাসান আলীর। তার বাড়ি গাইবান্ধায়। তিনি আশরতপুর কোটপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ওই রিকশাটি চু’রি হয়। পরে নাজমুল ইস’লাম অনেক চেষ্টা করে রিকশাটি উ’দ্ধার করে মালিক হাসান আলীকে ফেরত দেন। কিন্তু পু’লিশ কনস্টেবল হাসান আলী তাকে চো’র অ’পবাদ দিয়ে বাসায় ডেকে এনে নি’র্যা’তন চালায়। একপর্যায়ে অবস্থা আশ’ঙ্কাজনক হলে নাজমুলকে কোটপাড়ার বাড়িতেই ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ফাঁ’সিতে ঝুলিয়ে রাখে। পরে বিষয়টি আত্মহ” ত্যা বলে প্রচার চালায়।
নি’হতের লা’শ উ’দ্ধারের সময় ঘটনাস্থল থেকে নি’র্যা’তনের উপকরণ হিসেবে হাতুড়ি ও প্লাস উ’দ্ধার করেছে পু’লিশ। নি’হতের শরীরে আ’ঘাতের চিহ্ন ছিল। নখগুলো থেঁতলানো অবস্থায় দেখা গেছে।
এদিকে বুধবার দুপুরে ওই বাড়িতে নাজমুলের ঝুলন্ত লা’শ দেখতে পেয়ে বি’ক্ষোভ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে মেট্রোপলিটন তাজহাট থা’না পু’লিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদেরও অব’রুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের অ’ভিযোগ, নাজমুলকে পি’টিয়ে হ” ত্যার পর লা’শ ঝুলিয়ে রেখে আত্মহ” ত্যার প্রচারণা চালিয়েছে পু’লিশ সদস্য হাসান।
এ পরিস্থিতিতে একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী রংপুর-কুড়িগ্রাম সড়কের পার্কের মোড়ে অবস্থান নিয়ে আ’গুন জ্বালিয়ে বি’ক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে প্রায় বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় বেশ কয়েকটি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে পু’লিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও কয়েক দফা সং’ঘর্ষ হয়। পু’লিশ লা’ঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দু’ঘণ্টা পর সন্ধা ৬টার দিকে বিপুলসংখ্যক পু’লিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে নি’হতের লা’শ উ’দ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতা’লে ময়নাত’দন্তের জন্য নিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন পু’লিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন জানান, পরিস্থিতি পু’লিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পু’লিশ সদস্য হাসান আলী ও তার স্ত্রী’ সাথী বেগমকে গ্রে’প্তার করা হয়েছে।