নিউজ ডেস্ক:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ’পপ্রচার ও বি’ভ্রান্তিকর মন্তব্য করার অ’ভিযোগে আশিক নামে এক যুবককে গ্রে’প্তার করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে আ’দালতের মাধ্যমে তাকে জে’লহাজতে পাঠানো হয়।
এর আগে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাউসার সরকার বাদী হয়ে শহরের গাছা থা’নায় ডিজিটাল নিরাপত্তা আইনে অ’ভিযু’ক্তকে আ’সামি করে একটি মা’মলা দায়ের করেন। পরে পু’লিশ ইব্রাহিম খলিল আশিককে পো’ড়াবাড়ি এলাকা থেকে গ্রে’প্তার করে। গ্রে’প্তারকৃত যুবক ওই এলাকার আফতাব উদ্দিনের ছে’লে।
মা’মলার এজাহার সূত্রে জানা যায়, MD Ibrahim Kholi l(Ashik) নামে নিজ আইডি থেকে অ’পপ্রচার চালায়। যেখানে সে লেখেন, আহসান উল্লাহ মাস্টার স্যার টঙ্গীতে ভাড়া বাড়িতে থাকতেন-কিন্তু উনার ছে’লে কিভাবে ঢাকায় তিনটি বাড়ির মালিক হলেন..? পৃথক পোস্টে মন্ত্রীর চাচা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে নিয়ে লেখেন, মতি চাচার দেশে কোন ব্যবসা বাণিজ্য নেই, কিন্তু বিদেশে কোটি টাকার ব্যবসা কিভাবে হলো। টঙ্গীবাসী জানতে চায়…? গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার নিজ ফেসবুক আইডি থেকে দুটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর পোস্ট করেন। এতে সামাজিক রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে প্রতিমন্ত্রী রাসেল ও তার চাচার মান সম্মান ক্ষুণ্ণ করে। এই অ’পপ্রচার বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শত্রুতা, ঘৃ’ণা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পু’লিশের উপ-পু’লিশ কমিশনার মো. জাকির হোসেন সময় সংবাদকে বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর দায়ের করা মা’মলায় যুবককে গ্রে’প্তার করে আ’দালতের মাধ্যমে জে’লহাজতে পাঠানো হয়েছে।