মাইকেল নংরুম, নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় ও হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়কের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ। সোমবার (২২ মে ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রাস্তায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এর ই পরিপ্রেক্ষিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সহ-সভাপতি সাইরুল ইসলাম, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, যুবলীগ নেতা কয়েস আহমদ, আলী হোসেন, আরিফুল ইসলাম, রাধা কান্ত দাশ, মতিউর রহমান রাজিব, ফারুক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুর্তুজ আলী মুর্তুজা, জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ রাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ, এ আর সাজেদ প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।