মুরাদ আল হাসান, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
সরাইলে আজ ৩ মে (সোমবার) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুল হক মৃদুলের সঞ্চালনায় জেলা প্রশাসক জনাব হায়াত উদ দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য জনাব উম্মে ফাতেমা নাজমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রফিক উদ্দিন ঠাকুর ও সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জনাব আনিছুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আবু হানিফ।
জেলা প্রশাসক জনাব হায়াত উদ দৌলা করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্তদেরকে বলেন, এটা কোন ত্রাণ নয় এটা প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় সম্পদ আপনাদের অধিকারটুকু আমরা পৌছে দিয়েছি।
প্রধান অতিথি উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন এটা কোন ত্রাণ নয় এটা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার এটা আপনাদের প্রাপ্য অধিকার নিতে এসেছেন এতে লজ্জিত হওয়ার কিছু নেয়।