ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের -২০২১ সালের জাতীয় বোর্ড এর পূর্ব ঘোষিত মাস ব্যাপি সেবা কার্যক্রম এর অংশ হিসেবে ১৯ এপ্রিল, রোজ সোমবার ১২ তম দিনে ফকিরাপুল পানির ট্যাংকি ও দৈনিক বাংলা মোড় এলাকায় শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও ইফতার বিতরণ করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ ভূবন লাল ভারতী, জেলা গভর্নর -০১ এপেঃ এ্যাডঃ আবদুর রহিম (রনি), জাতীয় সচিব এপেঃ রফিকুল ইসলাম, ন্যাশনাল অফিশিয়াল আনোয়ার হোসেন বাবু এবং এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি এপেঃ আবুল কালাম আজাদ, এপেক্স ক্লাব অব রমনার সদস্য এপেঃ ইব্রাহিম খলিল রানা ও এপেঃ নওশেদ নাহিদ । ইউ কেন জাতীয় সভাপতির থিম বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে এপেক্স ক্লাব গুলোতে এই সেবা কারযক্রম মাস ব্যাপি অব্যাহত থাকবে।