জসিম উদ্দিন, ফরিদগঞ্জঃ আসন্ন ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এর সভাপতিত্বে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তা সাব- ইন্সপেক্টর আনোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল পংকজ কুমার দে। তিনি তার বক্তব্য বলেন আসছে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কোন প্রার্থী বহিরাগত লোক,দেশীয় অস্র নিয়ে প্রার্থী বা সমর্থকদের উপর হামলা এবং নির্বাচনের কেন্দ্রের বাহিরে কোন ভোটারদের হয়রানি করা যাবে না।তিনি আরো ভোট হবে সুষ্ঠ এবং নিরপক্ষ, ভোট সুষ্ঠ করার জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করবো।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল।
এই সময় উপস্হিত ছিলেন ইউনিয়নের সকল প্রার্থী, সাংবাদিকবৃন্দ।