এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক পেলেন আবুল খায়ের পাটওয়ারী।
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ১৪ ই ফেব্রুয়ারি। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারী পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ২০ জন। আজ বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের মিটিং শেষে ৪র্থ ধাপে পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
ফরিদগঞ্জ পৌরসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বি.আর.ডি.বি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে আছেন।