মকিবুল মিয়া প্রতিনিধি
মধুখালী (ফরিদপুর)
‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর মধুখালী উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যেগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার (২০ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু মুর্যালে এই কর্মসূচি পালন করে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা এবং সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক সহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. পাপ্পু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু এবং সংগঠনের অন্য নেতাকর্মীরা
কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে এস এম রবিন মোল্যা বলেন, ‘মুজিববর্ষের তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা বঙ্গবন্ধুর মুর্যালে তিনটি গাছের চারা রোপণ করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে।’
পৌর ছাত্রলীগ সভাপতি বলেন, ‘মহামারিতে আমরা অল্পসংখ্যককর্মী নিয়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মসূচি পালন করছি।’
উল্লেখ্য, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন।