ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
ফেনীতে করোনা মহামারিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ গোসল ও দাফন কাজে এগিয়ে এসেছেন ফেনী জেলা ইসলামী আন্দোলন। এ পর্যন্ত ৪৪ জন ব্যক্তির লাশ গোসল ও দাফন কার্যক্রম সম্পন্ন করেছেন। ফেনী জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঞা বলেন, কোভিট-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের লাশের গোসল ও দাফনের জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত গৃহিত হয়। সেই অনুযায়ী গেল বছরের (২০২০) সালের এপ্রিল থেকে যথাক্রমে, ফেনী সদর, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামসহ সকল উপজেলায় আলাদা আলাদা করোনা আক্রান্ত লাশ দাফন টিম গঠন করা হয়। যে কোন সময় কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসকের মাধ্যমে আমাদের অবহিত করবেন। অথবা দলীয় জেলা টিম থেকে তথ্য নিয়ে যোগাযোগ করলে আমাদের টিম পৌঁছে যাবে। জেলা সেক্রেটারি আরো একটি বিষয় নিশ্চিত করেছেন, করোনা আক্রান্ত মহিলা লাশ গোসলের জন্য মহিলা টিম রয়েছে। বর্তমান সময়ে কোভিট-১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিজ খরচে অক্সিজেন সেবা নিতে হিমশিম খাচ্ছে। দলের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এ যাবত ৪৪ জন করোনা লাশ গোসল ও দাফন করা হয়েছে। এ ছাড়াও ফ্রি অক্সিজেন সেবা বর্তমানে ২৭ জন ব্যক্তিকে প্রদান করা হয়েছে। দলীয় সুত্রে জানা যায়, এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে” মানুষ মানুষের জন্য” তাই আমরা আমাদের আমীর পীর সাহেব চরমোনাই’র নির্দেশে চলমান মহামারীতে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
অসংখ্য শুকরিয়া প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক টীম সদস্যদের। আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।