ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
আজ সোমবার ২ আগষ্ট ফেনীর দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আবুল বাশারের পিতা আলহাজ্ব আমিন উল্লাহ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগাহী স্বজন রেখে গেছেন।
হাজী আমিন উল্লাহ’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মরহুম আমিন উল্লাহ’র নামে স্থানীয় আমিন উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাঁর সুযোগ্য ছেলে শিল্পপতি আবুল বাশার।
আজ বাদ আছর উত্তর আলীপুর আমিন উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরহুম হাজী আমিন উল্লাহকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ।